Skip to main content

ক্রেডিট অফিসার (কিছু সংখ্যক) নারী /পুরুষ)

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা নোয়াখালী জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান দীর্ঘ ৩৭ বছর সুনামের সাথে বিভিন্ন সামাজিক উন্নয়নমলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ১৯৯৩ সাল থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি সমাজসেবা, এনজিও ব্যুরো এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তক অনুমোদিত। বর্তমানে সংস্থা ১৮টি প্রকল্প/কর্মসচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আইন ও মানবাধিকার, র্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন, জেন্ডার ও নারীর ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, ঋণ ও সঞ্চয় কার্যক্রম বাস্তবায়ন করছে। দরিদ্র, অবহেলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে আসছে। সংস্থার ”মাইক্রোফিন্যান্স কর্মসচির” আওতায় নিম্মোক্ত স্থায়ী পদে যোগ্য, উদ্দ্যোমী ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্রগ্রাম,চাঁদপুর,কুমিল্লা ও ভোলা জেলায় কাজ করার মানষিকতা থাকতে হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে পর্নাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মুল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ও যে কোন তফসিলি ব্যাংক হতে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এর নামে ১০০/- টাকার ব্যাংক-ড্রাফ্ট/পে-অর্ডারসহ মোবাইল নাম্বার উল্লেখ পর্বক দরখাস্ত আগামী ২৬/১১/২০২৩খ্রি. তারিখের মধ্যে নিম্ম স্বাক্ষরকারীর বরাবর পৌছানোর জন্য অনুরোধ করা হলো। Website: www.sagarika-bd.org or bdjobs.com ভিজিট করুন।

 

দরখাস্ত পাঠানোর ঠিকানা

বরাবর

নির্বাহী পরিচালক

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা

চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী

Job Summary

ক্রেডিট অফিসার (কিছু সংখ্যক) নারী /পুরুষ)  বয়স অনুর্ধ-৩৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ/চার বছরের কৃষি ডিপ্লোমা পাশ।স্নাতক এ কমপক্ষে ২য় বিভাগ বা জিপিএ ২.৭৫ হতে হবে।

বেতন: শিক্ষানবীশকাল ৬(ছয়) মাস, চাকুরী স্থায়ীকরণ হলে সংস্থার বেতন স্কেল অনুযায়ী পিএফ, দুপুরের খাবার ও যাতায়াত ভাতাসহ সর্বসাকুল্যে ২৩,৩০০/- টাকা।

এছাড়াও উৎসব বোনাস, বৈশাখী ভাতা, গ্রাচুইটি ও গ্রুপ ইন্সুরেন্স এর সুবিধা পাবেন।

Top